Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
সিরাজগঞ্জ জেলার সকল উদ্যোক্তা বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করছি !
Details

আগামী ২২ থেকে ২৪ জানুয়ারী ২০১৬ তে কালেকটারেট স্কুল এন্ড কলেজে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে । মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব কবীর বিন আনোয়ার স্যার,পরিচালক প্রশাসন প্রধানমন্ত্রীর কার্যালয়। সভাপতিত্ব করবেন মাননীয় জেলা প্রশাসক জনাব মো : বিল্লাল হোসেন স্যার, এছাড়াও এডিসি আইসিটি স্যার সহ অনেক কর্মকর্তা উপস্থিত থাকবেন । ৯ টি  উপজেলার জন্য ৯ টি স্টল এবং পিডিসির জন্য একটি স্টল বরাদ্দ থাকবে । মেলার স্টলের প্রধান ব্যানারের মাপ ৯ ফুট বাই ৩ ফুট সরকার থেকে ৪৫০ টাকা দিয়ে করে নেবেন । ভিতরের ব্যানার বা সেবার ব্যানার সাইজ মত বানিয়ে নেবেন । বিকাল ৪ ঘটিকায় উদ্বোধনী অনুষ্টান হলেও যেহেতু স্টল সাজাতে হবে তাই দয়া করে সকল উদ্যোক্তা সকাল ৯টায় উপস্থিত হবেন বলে আশা করছি । মনে রাখবেন ২২ তারিখ সকাল ৯ টা । সাক্ষাতে কথা হবে------------- ধন্যবাদ সবাইকে ।

 মো : আজমল হক, সভাপতি জেলা ইউডিসি উদ্যোক্তা ফোরাম , সিরাজগঞ্জ ।

০১৭১০০৫৯১২৩

Attachments
Publish Date
10/02/2018
Archieve Date
23/02/2018