Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কবি ও সাহিত্যিক

                                 কবি পরিচিতি

প্রবীণ কবি মো: আজহারম্নল ইসলাম ১৯৪৯ সালের ১৫ই সেপ্টেম্বর নাটোর জেলার উপজেলার

হাশমারি গ্রামে মন্ডল পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা আলীমুদ্দিন মন্ডল ,মাতা মরহুমা সাফিয়া

খাতুন ।গোষ্ঠির অধিকাংশই সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার চরকুশাবাড়ী গ্রামের অধিবাসী 

হওয়ায় তার পিতা হাশমারি থেকে চরকুশাবাড়ী গ্রাম ন্থানামত্মরিত হয়ে স্থায়ীভাবে বসবাস শত্মরম্ন

করেন। এরপর মাএ তিন বছর  পূর্ণ না হতেই তার পিতা মৃত্যুবরণ করেন । পিতৃহীন বালক

নানা প্রতিকুলতার মধ্যে গ্রামের প্রাথমিক বিদ্যালয়  হতে প্রায় প্রতিটি  শ্রেণীতে ফাস্ট হয়ে ১৯৫৮

সালে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে শাহজাদপুর  উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। বছর শেষে সপ্তম শ্রেণীতে

উতীর্ণ হবার কয়েকমাস পরে পড়ালেখা বন্ধকরে সাংসারিক প্রয়োজনে বাড়ী চলে আসেন । কিছুদিন

পর ফের তিনি বাড়ী ছেড়ে  এবার শাহজাদপুর উপজেলার তালগাছী আবু ইছাহক উচ্চ বিদ্যালয়ে অষ্টম

শ্রেণীতে ভর্তি হন। সেখান থেকেই তিনি দৈনিক ইওেফাক পএিকার কাচিকাচার আসরে ,পাবনা থেকে

প্রকাশিত মাসিক আমাদের দেশ পএিকায় ছড়া,শিশত্ম গল্প,ধাধা, রম্নপকথা, প্রবন্ধ নিয়মিত লিখতে থাকেন।

স্কুল জীবনে পড়ালেখার ফাকে ফাকে  ঢাকার আল-হেরা ,জাহানে নও,বগত্মড়ার নবজাত ,অতএব এসকল

পএিকায় তিনি লিখতে শত্মরম্ন করেন।১৯৬৮সালে এস এস সি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নবপ্রতিষ্ঠিত (বর্তমানে

সরকারী)শাহজাদপুর কলেজে কলা বিভাগের প্রথম বর্ষে ভর্তি হন।কলেজে ছাএ সংসদের নির্বাচনে তিনি

সাহিত্য সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা করেন ।১৯৭৫সালে প্রধান শিক্ষক পদে পদোন্নতি পান । চাকুরীরত

অবস্থায় তিনি এইচ এস সি;সি ইন-এড;বি.এ (পাস কোর্স);এমএ (রাষ্ট্র বিজ্ঞান) শিক্ষাগত যোগ্যতা অর্জন করেন। একজন নিবেদিত প্রাণ শিক্ষক হিসেবে উপজেলা পর্যায়ে সাতবার সবশ্রেষ্ঠ শিক্ষক হিসেবে

স্বীকৃতি পান ।১৯৯০সালের জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি  (সেপ)থেকে সিরাজগঞ্জ জেলার সর্বশ্রেষ্ঠ

শিক্ষক  হিসেবে পদক ,সনদ ওনগদ অর্থে ভূষিত হন। অনেক সেবামূলক প্রতিষ্ঠান ও বাংলাদেশ কবিতা

সংসদ পাবনার তিনি আজীবন সদস্য । বহু শিক্ষা প্রতিষ্ঠানে তার  সক্রিয় অবদান রয়েছে এবং এখানো

সদস্য বহাল রয়েছেন। তাড়াশ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতিতে ১৫বছর সহ-সভাপতি, ১৯৮৪সাল

থেকে ১৯৯১সাল পর্যমত্ম  সভাপতি নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন।১৯৯৮সাল থেকে পুনরায় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নির্বাচিত হয়ে নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করে যাচ্ছেন। ১৯৮৪সাল থেকে তিনি সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষক সমিতিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে এ যাবত সক্রিয় ভূমিকা পালন করে  যাচ্ছেন । সোভিয়েত নারী পএিকায় তিনি কবিতা লিখেছেন। দৈনিক করতোয়া ,উওর বার্তা, যমুনা বার্তা ,প্রভূতি পএিকাতেও তিনি কবিতা লিখেছেন। প্রাথমিক শিক্ষা বার্তা ,

সিরাজগঞ্জ পএিকায় সাহিত্য সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এবং  লিখেছেন । বহু প্রকাশনায় তারা

লেখা  স্থান পেয়েছে এবং লিখোই যাচ্ছেন। সাধারণ,দেশাতত্ববোধক , গবেষণামুলক ,আধ্যাতিক ,প্রেম ও রোমাধ এ সকল ধারার কবিতা লিখতে তিনি ভালোবাসেনঅ তার দুই পুএ ওপাচটি কন্যসিমত্মান । এ নিয়েই তার সহজ সরল জীবন । বেশ কয়েকটি পান্ডলিপি প্রকাশের অপেক্ষায় রয়েছে। ’’মুক্ত বিহঙ্গ’’ তার প্রথম কাব্যগ্রন্থ,রম্নচিশীল পাঠকদেও হুদয়ের সমাদৃত হবে এ প্রত্যাশা রাখি।