Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সগুনার পটভূমি

 

কালস্রোতের নিরস্তর ধারায় সৃষ্ট হয় নতুনতর জনপদ, যুগোত্তীর্ণ হওয়ার গৌরবে অভিষিক্ত হয় মানবতার কল্যানে নিবেদিত প্রাণ অসংখ্য জনতা। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় এই অঞ্চলের অধিকাংশ স্থানই ছিল জলমগ্ন, প্রকৃতিগত কারণে সামঞ্জস্যতায় সগুনানামের উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হয়। জনশ্রুতিতে জানা যায় ইউনিয়নের চারিদিকে  দিয়ে প্রবাহিত চলনবিলের পানিবিবর্তনের স্রোতে নাব্যতা হারায়, অব্যাহত ধারায় শুস্ক মৌসুমে দলে দলে সগুন চষে বেড়াত এই এলাকায়  সেই ‘সগুন’র পরিবর্তিত রূপ সগুনা।

 সগুনা সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার দক্ষিন-পশ্চিমাংশে অবস্থিত। উত্তরে বারুহাস ইউনিয়ন, পূর্বে মাগুড়াবিনোদ ইউনিয়নপশ্চিমে বিলসা ইউনিয়ন, দক্ষিনে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়ন দ্বারা বেষ্টিত ।

 

১৯১৯  সালে সগুনা ইউনিয়নসৃষ্টির পরবর্তীতে ১৯৯৬সালে ওয়ার্ড বিভক্ত হওয়ার পর   ১৪টি মৌজা নিয়ে গঠিতএই ইউনিয়ন। ২০০৪ সালে এই ইউনিয়নে ধামাইচ বাজার থেকে ঈশ্বরপুর গ্রাম হয়ে ২ কিলোমিটার পাকা রাস্তা  সম্প্রসারণ ও ১ কিলোমিটার শিকারপুর হয়ে চাচকৈড় বাজার এবং কাছিকাটা বিশ্বরোডে গিয়ে ঠেকলে এর  গুরুত্ব বৃদ্ধি পায়। বঙ্গবন্ধু বহুমুখী সেতু চালু হওয়ায় সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যের পাশাপাশি ভৌগলিক অবস্থানের কারণে একে উত্তরাঞ্চল সহ সকল এলাকায় যোগাযোগ ব্যবস্থা চালু হয় ।ইউনিয়নের ভৌগোলিক, অর্থনৈতিক, সামাজিক, শিল্প-সাহিত্য ও শিক্ষার দিক দিয়ে তাড়াশ উপজেলার অন্যতম সমৃদ্ধ ইউনিয়নএবং সিরাজগঞ্জেরএকটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন হিসেবে পরিচিতি লাভ করেছে।

 

 

 

 

ধর্মীয় প্রতিষ্ঠান

 

মসজিদ ৫১টি, মাজার ২টি, মন্দির ১টি ।

 

জনসংখ্যা

মোট ,২৯,৬৪৩ জন

মোট ভোটার সংখ্যা ২১,৪৮৬ জন (জন্ম নিবন্দন অনুযায়ী),

 

শিক্ষার হার

পুরুষ ৪০.৫%, মহিলা ২৬.৫%

 

 

শিক্ষা প্রতিষ্ঠান

 

কলেজ ১টি, মাকড়শোন কারিগরী কলেজ , উচ্চ বিদ্যালয় ৪টি, তন্মধ্যে উল্লেখযোগ্য কুন্দইল বঙ্গবন্ধু উচ্চবিদ্যালয়,ধামাইচ উচ্চ বিদ্যালয় , মাদ্রাসা ১টিদাখিল যা সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ট প্রতিষ্ঠান হিসাবে পুরুষ্কারপ্রাপ্ত , সরকারী প্রাথমিক বিদ্যালয় ৬টি, বেসরকারী প্রাথমিক বিদ্যালয় ১০টি,  স্যাটেলাইল স্কুল ১টি।

 

জনগোষ্ঠীর প্রধান পেশা সমূহ

কৃষি ৪২.৭৫%, ব্যবসা ২১%, চাকুরী ৬%, শ্রমিক ২৮%, অন্যান্য ২.২৫%।

 

ভূমি ব্যবহার

 

১.ইউনিয়নেরনীট আবাদী জমির পরিমানঃ ৩৮০০হেক্টর, ২.এক ফসলী জমির পরিমানঃ ২০০০.০০ হেক্টর,৩. দুই ফসলী জমির পরিমানঃ ১৪০০হেক্টর, ৪.তিন ফসলী জমির পরিমানঃ ৪০০হেক্টর,  ।

 

ভূমি নিয়ন্ত্রন

ভূমিহীন ২৮%, বড় চাষি ১৫%, ছোট চাষি ৩২% এবং মধ্যম চাষি ২৫%।

 

প্রথম শ্রেণীর আবাদি জমির মূল্য (০.০১ হেক্টর প্রতি) ১,০০,০০০/- টাকা।

 

প্রধান কৃষি ফসল

ধান, পাট, গম, যব, আলু, সরিষা, তিল ইত্যাদি।

 

বিলুপ্তপ্রায় ফসলাদি

আউশ ধান, তিসি, চীনা, কাউন ইত্যাদি।

প্রধান ফল

আম, জাম, কাঠাল, তাল, নারিকেল ইত্যাদি।

যোগযোগ ব্যবস্থা

ইউনিয়নেপাকা রাস্তা ২কিমি, আধাপাকা রাস্তা ১০কিমি, কাচা রাস্তা ৩০কিমি এবং নৌপথ ৩নটিক্যাল মাইল।

বিলুপ্ত/বিলুপ্তপ্রায় বাহন

পালকি, ঘোড়ার গাড়ী এবং গরুর গাড়ী।

কুটির শিল্প

 বাঁশের কাজ, স্বর্ণকার, কামার এবং সুতার ও সেলাই মিস্ত্রি।

হাট বাজার

১. ধামাইচ বাজার, ২.কুন্দইল, ৩.ধাপতেতুলিয়া ।

প্রধান রপ্তানি দ্রব্য

পাট, সরিষা, তিল, ময়দা, পিয়াজ, মরিচ, শাকসবজি,মাছ ইত্যাদি।

এনজিও কার্যক্রম

আশা, ব্র্যাক,  ঠেংগামারা মহিলা সবুজ সংঘ, গ্রামীন ব্যাংক ।