Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
৩ নং সগুনা ইউনিয়ন কমপ্লেক্স ভবন, কুন্দইল
বিস্তারিত

 ১৪৩ বছর পূর্বে সগুনা ইউনিয়ন কুন্দইল বাজারে প্রতিষ্ঠা হয় । ২০০৬-২০০৭ অর্থ বছরে ৬৫ লক্ষ টাকা ব্যয়ে এর নতুন কমপ্লেক্স ভবন নির্মাণ হয় ।

কালেরস্রোতের নিরস্তর ধারায় সৃষ্ট হয় নতুনতর জনপদ, যুগোত্তীর্ণ হওয়ার গৌরবে অভিষিক্ত হয় মানবতার কল্যানে নিবেদিত প্রাণ অসংখ্য জনতা। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় এই অঞ্চলের অধিকাংশ স্থানই ছিল জলমগ্ন, প্রকৃতিগত কারণে সামঞ্জস্যতায় সগুনা নামের উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হয়। জনশ্রুতিতে জানা যায় ইউনিয়নের চারিদিকে  দিয়ে প্রবাহিত চলনবিলের পানি বিবর্তনের স্রোতে নাব্যতা হারায়, অব্যাহত ধারায় শুস্ক মৌসুমে দলে দলে সগুন চষে বেড়াত এই এলাকায়  সেই ‘সগুন’এর পরিবর্তিত রূপ সগুনা।

 সগুনা সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার দক্ষিন-পশ্চিমাংশে অবস্থিত। উত্তরে বারুহাস ইউনিয়ন, পূর্বে মাগুড়াবিনোদ ইউনিয়নপশ্চিমে বিলসা ইউনিয়ন, দক্ষিনে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়ন দ্বারা বেষ্টিত ।

 

১৯১৯  সালে সগুনা ইউনিয়ন সৃষ্টির পরবর্তীতে ১৯৯৬সালে ওয়ার্ড বিভক্ত হওয়ার পর   ১৪টি মৌজা নিয়ে গঠিতএই ইউনিয়ন। ২০০৪ সালে এই ইউনিয়নে ধামাইচ বাজার থেকে ঈশ্বরপুর গ্রাম হয়ে ২ কিলোমিটার পাকা রাস্তা  সম্প্রসারণ ও ১ কিলোমিটার শিকারপুর হয়ে চাচকৈড় বাজার এবং কাছিকাটা বিশ্বরোডে গিয়ে ঠেকলে এর  গুরুত্ব বৃদ্ধি পায়। বঙ্গবন্ধু বহুমুখী সেতু চালু হওয়ায় সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যের পাশাপাশি ভৌগলিক অবস্থানের কারণে একে উত্তরাঞ্চল সহ সকল এলাকায় যোগাযোগ ব্যবস্থা চালু হয় ।ইউনিয়নের ভৌগোলিক, অর্থনৈতিক, সামাজিক, শিল্প-সাহিত্য ও শিক্ষার দিক দিয়ে তাড়াশ উপজেলার অন্যতম সমৃদ্ধ ইউনিয়নএবং সিরাজগঞ্জের একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন হিসেবে পরিচিতি লাভ করেছে।

পুবে মাগুড়াবিনোদ ও তাড়াশ ইউপি পশ্চিমে খুবজীপুর ইউনিয়ন(গুরুদাসপুর) উত্তরে বারুহাস, দক্ষিনে মশিন্দা ইউপি ( গুরুদাসপুর) ।

 

আয়তন

৪৪.৮৮ বর্গ কি: মি

গ্রামের সংখ্যা

১৯ টি

জনসংখ্যা

২৯৫১৬ জন (জ: ফা

আবাদী জমির পরিমান

৯২৭২ একর

অনাবাদী জমির পরিমান

১৭২০ একর

নলকুপের সংখ্যা

১১৩৫টি(জে:ফা:)

উচ্চ বিদ্যালয়ের সংখ্যা

৪ টি

সরকারী প্রাথমিক বিদ্যালয়

৬ টি

রেজি: প্রাখমিক বিদ্যালয়

৮ টি

১০

কমিউনিটি সেন্টার

১ টি

১১

মৌজার সংখ্যা

১৬ টি

১২

ব্যাংক

২টি

১৩

পাকা রাস্তা

২.০০ কি: মি:

১৪

কাচা রাস্তা

৩৯ কি: মি:

১৫

বন্যায় আশ্রয় কেন্দ্র

৯ টি

১৬

শিক্ষার হার

৪৭.৫০%

১৭

এনজিও

২ টি

১৮

পরিবারের সংখ্যা

৫৭৩৮ টি (জে: ফা:)

১৯

ব্রীজের সংখ্যা

১০ টি

২০

কালভাটের সংখ্যা

১৪ টি

২১

হাস মুরগীর খামার

২ টি

২২

হাট-বাজার

৪ টি

২৩

বীজ বিক্রয় কেন্দ্র

১ টি

২৪

রাইচ মিল

১৪ টি

২৫

পাঠাগার

২ টি

২৬

ডাকঘর

৩ টি

২৭

মসজিদ

৬০ টি

২৮

মাদ্রাসা

৬টি

২৯

নদীর সংখ্যা

৪ টি

৩০

কবরস্থান

১৯ টি

৩১

ঈদগাহ

১৬ টি

৩২

ক্লাব

৭ টি

৩৩

শহিদ মিনার

২ টি

৩৪

ধাযকৃত ট্যাক্স

৩৬০০০০.০০

৩৫

ভিজিডি কাড সংখ্যা

২৫৫ জন

৩৬

ডব্লিউএফপি

৫০০ জন

৩৭

রিওপা সুবিধাভোগী

৩০ জন

৩৮

চৌকিদার

৯ জন

৩৯

দফাদার

১ জন

৪০

সচিব

১জন