Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যোগাযোগ ব্যবস্থা

                                                                                                                                                                                                সগুনা ইউনিয়নের যোগায়োগ ব্যবস্থা অত্যন্ত নাজুক ।৪৪.৮৮ বর্গ কিলোমিটারের এই ইউনিয়নে মাত্র ২ কিলোমিটার পাকা রাস্তা । বাদ বাকী কাচা রাস্তা । শুষ্ক মৌসুমে বাই সাইকেল বা মোটর সাইকেলে

 যাতায়াত করা যায় । বর্ষা মৌসুমে নৌকাই একমাত্র যোগাযোগ ব্যবস্থার হাতিয়ার ।তবে বর্তমানে ২০১৩-২০১৪ অর্থ বছরে তাড়াশ অবদা বাঁধ হতে শুরু করে সগুনার কামারশোন হয়ে মাকড়শোন গ্রাম পর্যন্ত উচুঁ পাকা রাস্তার নির্মাণ কাজ চলছে । মাকড়শোন থেকে কুন্দইল বাজার বা ইউনিয়ন পরিষদ পর্যন্ত ডুবন্ত রাস্তার কাজ চলছে । এ লক্ষ্যে ২ টি বড় ব্রিজের নির্মাণ কাজ চলছে । এ রাস্তাটি হলে সগুনার বিলাঞ্চলের মানুষের উপজেলা পরিষদের সাথে এক সেতু বন্ধনের সৃষ্টি হবে । এই ইউনিয়নটি চর এবং বিল ২টি অঞ্চলে বিভক্ত ।