ক) ন্যায় বিচারের সার্থে , গ্রাম আদালতে বিচারাধীন কোন মামলা ১ম শ্রেনীর ম্যজিস্ট্রেট জুটিসিয়াল যে কোন সময় উঠিয়ে নিতে পারেন;
খ) গ্রাম আদালত যদি মনে করেন যে , সুবিচারের সার্থে বিচারাধীন কোন মামলায় অভিযুক্ত কোন ব্যক্তির উচ্চতর সাদার দরকার তবে সে মামলাটি বিচারের জন্য ম্যজিস্ট্রেটের নিকট পাধাতে পারেন ;
গ) পুলিশ গ্রাম আদালতের বিচার যোগ্য যে কোন অপরাধের অনুসন্ধান করতে পারের ;
ঘ) গ্রাম আদালতের বিচার যোগ্য কোন মামলা অন্য কোন আদালতে বিচার করতে পারে না ।এবং তেমনী ভাবে ফৌজদারী ও দেওয়ানী আদালতে বিচারাধীন কোন মামলাও গ্রাম আদালত বিচার করতে পারে না ;
ঙ) গ্রাম আদালতে কোন পক্ষের সমথনে ও কালতি করতে কোন আইন ব্যবসায়ীকে অনুমতি দেয়া যায়না ।তবে কোন পর্দাশীল মহিলাকে তার মনোনীত কিন্তু বিনা পারিশ্রমিকে কারোর দ্বারা প্রতিনিধিত্ব করার অনুমতি দেওয়া যায় ;
চ) ডিক্রি বা ক্ষতিপূরনের অথ প্রদানের জন্য গ্রাম আদালত ৬ মাসের বেশি মেয়াদ নিধারন করতে পারে না ;
ছ) বিবাদীর কোন পক্ষের আবেদন ক্রমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রতি একক শ্বদ বা তার অংশ বিশেষর জন্য ০.৫০ টাকা হারে ফিস জমা দেয়ার পর সংশ্লিষ্ট নথি পত্রের নকল উক্ত পক্ষকে সরবরাহ করবেন ;
জ) গ্রাম আদালতের সকল নথি পত্র এবং রেজিষ্টার ইউনিয়ন পরিষদ অফিসে জমা দিতে হবে ।এবং রিজিষ্টার মসূহ ১০ (দশ) বছর ও অন্যান্য নথিপত্র ৩ (তিন) বছর পযন্ত সংরক্ষন করতে হবে ;
ঝ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ৩১ ডিসেম্বর ও ৩০ জুন তারিখ পযন্তসমাপ্ত গ্রাম আদারতের কাযাবলী সম্পকে যথাক্রমে যথাক্রমে ১ ফ্রেব্রুয়ারী এবং ১ আগষ্ট এর মধ্যে ১০ নং ফরমে উপজেলা নিবাহী অফিসারের নিকট রির্টান প্রেরন করবেন ;
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস