Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

গ্রাম আদালত

গ্রাম আদালত

গ্রামাঞ্চলের কপিতয় ফৌজদারী ও দেওয়ানী মামলা স্থায়ী ভাবে  বিচারের জন্য ইউনিয়ন পরিষদের আওতায় গঠিত আদালতই গ্রাম আদালত ।

 

১। গ্রাম আদালতের  ২৫,০০০/= (পঁচিশ হাজার) টাকার মূল্যমান পযন্ত দেওয়ানী ও ফৌজদারী মামলার বিচার করা যাবে ।

 

২। একজন চেয়ারম্যান (সাধানর ভাবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান) এবং বিরোধীয় প্রত্যেক পক্ষ কর্তৃক মনোনীত ২ জন করে সদস্য অর্থাৎ সবমোট ৫ জন সদস্য নিয়ে গ্রাম আদালত গঠিত হবে ।

 

৩।যে ইউনিয়নের ভৌগোলিক সীমানার মধ্যে বিবাদ সংগঠিত হয় , গ্রাম আদালত সেই ইউনিয়নে গঠিত হবে ।

 

৪। গ্রাম আদালতে জেল বা জরিমানা ব্যতিত ২৫,০০০/-( পঁচিশ হাজার) টাকার ক্ষতি পুরন প্রদানের আদেশ দিতে পারেন ।

 

৫। গ্রাম আদালতের সিদ্ধান্ত বা রায় প্রকাশ্য ঘোষনা করতে হবে ।