Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
নকশী কাঁথা ।
বিস্তারিত

 

নকশী কাঁথা: বাংলার ঐতিহ্যবাহী হস্তশিল্প

 

 

 

কাঁথা ও নকশী কাঁথা: কাঁথা অতি সাধারণ উপাদানে তৈরি এদেশের কারুশিল্পীদের অনবদ্য সৃষ্টি। কাঁথার সঙ্গে আমরা সবাই কম-বেশী পরিচিত। এদেশে এমন কোন পরিবার খুঁজে পাওয়া যাবে না যেখানে কাঁথার ব্যবহার নেই।আমাদের সগুনা ইউনিয়নের প্রায় প্রতিটি ঘরে ঘরে অবসর সময়ে তাদের মনের মাধৃর্য নিয়ে নকশী কাঁথা তৈরী করে থাকে । এটা এ এলাকার একটি চিরাচারিত নিয়মে পরিণত হয়েছে বললেই চলে ।

কাঁথা শব্দের অভিধানিক অর্থ 'জীর্ণ বস্ত্রে প্রস্তুত শোয়ার সময়ে গায়ে দেয়ার মোটা শীতবস্ত্র বিশেষ, দেশের বিভিন্ন অঞ্চলে এ কাঁথা কেতা, কাতা এবং খেতা নামেও পরিচিত। সুনিপুণ হাতে সুচ আর সুতোয় গ্রাম বাংলার বধূ কন্যাদের মনের মাধুরী মেশানো রং দিয়ে নান্দনিক রূপ-রস ও বর্ণ-বৈচিত্রে ভরা যে কাঁথা তাই নকশী কাঁথা। নকশী কাঁথায় আমরা প্রতিনিয়ত খুঁজে পাই আমাদের শিল্প, সংস্কৃতি, সমাজ-সভ্যতা, প্রকৃতির অপর সৌন্দর্য, গৌরবগাঁথা ও সুপ্রাচীন ঐতিহ্য। এটি মূলতঃ গ্রামীণ মহিলাদের শিল্পকর্ম হিসেবে বিশেষভাবে পরিচিত।নকশী কাঁথা শিল্পের সাথে আমাদের আর্থ-সামাজিক কর্মকাণ্ডও জড়িয়ে আছে।

নকশী কাঁথায় শিল্প সাহিত্য, সংস্কৃতি ও প্রকৃতি: নকশী কাঁথা নিয়ে লেখা হয়েছে কাব্য, গাঁথা ও রচনা। এদেশের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী। তিনি তাঁর রামায়ণ কাব্যে সীতার অন্যান্য গুণের সাথে কাঁথা সেলাইয়ের কথা বলেছেন এভাবে, 'সীতার গুণের কথা কি কবি হব আর, কন্থায় আকিল কন্যা চান সুরুজ পাহাড়। আরও যে, আকিল কন্যা হাসা আর হাসি। চাইরো পাড়ে আকে কইন্যা পুষ্প রাশি রাশি'।পল্লীকবি জসীমউদ্দীনের অনবদ্য কাব্যগ্রন্থ 'নকশী কাঁথার মাঠ' ও এরই উজ্জ্বল দৃষ্টান্ত। পল্লী রমণীদের শিল্পী মনের এক অপূর্ব অভিব্যক্তি যেন নকশী কাঁথা। বিভিন্ন ধরনের কাপড়েরর আস্তরণের উপর সুচ আর সুতোয় একে একে ফুটে উঠে আম, মাছ, খেজুর গাছ, পাখী, পাল্কী, লাঙ্গল, নৌকা, হাতি, ফুল, লতাপাতা, ঘোড়া, চাঁদ-তারা, রাজ-রাজার জীবনকাহিনী, কল্পনার পরী, যুদ্ধ-বিগ্রহ, নর-নারীর প্রেম ভালোবাসা এবং একই সাথে গ্রামীণ জীবনের অনেক কিছু। এ যেন শিল্পীর কাছে অতি পরিচিত পরিবেশ ও প্রকৃতির নি:শর্ত আত্দসমর্পণ। নকশী কাঁথা নিয়ে বহু গানও লেখা হয়েছে।

নকশী কাঁথা-পিছনে ফিরে দেখা: এদেশের গ্রামের বধূ ও কন্যারা একসময় শুধুমাত্র পরিবারের প্রয়োজনে নকশী কাঁথা তৈরি করতো। আর এরই মাঝ দিয়ে ঐতিহ্যেরও প্রকাশ পেত।সাধারণত: বর্ষকালে গ্রামের মহিলাদের সংসারের কাজকর্ম কম থাকায় এ সময়টাতে তারা কাঁথা তৈরি করতো। বলতে গেলে গ্রামীণ জীবনে এ ধারা আজও অব্যাহত আছে।আমাদের দেশের প্রায় সর্বত্রই নকশী কাঁথা তৈরি হতো। ব্যবহৃত পুরাতন শাড়ি এবং শাড়ির পাড়ের সুতো তুলে তৈরি হতো নকশী কাঁথা। বাংলাদেশের রাজশাহী, রংপুর, বগুড়া, পাবনা, দিনাজপুর, কুষ্টিয়া, ফরিদপুর, যশোর এবং ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ কুমিল্লা ও সিলেট অঞ্চলে তৈরি হতো এসব কাঁথা। বিভিন্ন অঞ্চলে ফোড়, পাইড় ও নকশা অনুযায়ী নকশী কাঁথা ভিন্ন ভিন্ন নামেও পরিচিত। এগুলো হলো: বরকা ফোঁড়, তেজবি ফোঁড়, বাশপাতা ফোঁড়, কইতা ও বিছা ফোঁড় ইত্যাদি পাড়ের নামে তোলো পাইড়, তাস পাইড়, নয়নলতা, নারিকেল পাতা ও নৌকা বিলাস আরও বহুন নামের নকশী কাঁথা রয়েছে।

বাহারি নাম এবং মায়া-মমতার ভরা নকশী কাঁথা: আবহমানকাল ধরে এ দেশের মানুষ নকশী কাঁথা ব্যবহার করে আসছে। শহরে কিংবা গ্রামে সর্বত্র আজও কাঁথার যথেষ্ট কদর রয়েছে। তবে আগেকার দিনে প্রতিটি পরিবারে নকশী কাঁথার ব্যবহার ছিল ব্যাপক ও বহুবিধ। ব্যবহার অনুযায়ী এগুলোর নামেও ছিল ভিন্নতা। যেমন, শীতের জন্য লেপকাঁথা, বালিশে ব্যবহারের জন্য বয়তন, নামাজের জন্য জায়নামাজ কাঁথা, বসার জন্য আসন কাঁথা এবং খাবারের জন্য দস্তরখানসহ কাঁথার ব্যবহার অনুযায়ী আরো অনেক নাম ছিল। মেয়েদের বিয়েতে এবং আত্দীয়-স্বজনকে কাঁথা উপহার হিসেবে দেয়ারও প্রচলন ছিল। স্নেহময়ী মা তার সন্তান, প্রেমময়ী স্ত্রী তার স্বামীর জন্য এবং নানি-দাদি, খালা-ফুফুরা পৃথিবীতে নতুন অতিথির আগমনকে সামনে রেখেও কাঁথা তৈরি করতো। এ প্রচলন আজও একেবারে ফুরিয়ে যায়নি।

পরিবর্তিত চাহিদা ও নকশী কাঁথা: সেকালের নকশী কাঁথা আজো আছে এবং তৈরিও হচ্ছে। তবে বিবর্তনের ধারায় সময় ও চাহিদার প্রেক্ষিতে আমাদের ঐতিহ্যবাহী এ শিল্পকর্মেও লেগেছে পরিবর্তনের হাওয়া। নকশী কাঁথার চাহিদা এবং ব্যবহারের ক্ষেত্রেও এসেছে ব্যাপকতা ও নতুনত্ব। দেশের সীমা পেরিয়ে নকশী কাঁথা আজ পৃথিবীর বিভিন্ন দেশে সমাদৃত হচ্ছে। শৌখিন পণ্য হিসেবে বাণিজ্যিক ভিত্তিতে তৈরি হচ্ছে নকশী কাঁথা। পুরাতন কাপড় ও সুতোর পরিবর্তে ব্যবহার হচ্ছে নতুন মার্কিন, লাল শালু কিংবা কালো কাপড় এবং বিদেশি সিল্কি পেটি সুতো।

গ্রাম বাংলার ঐতিহ্য । এটি ধরে রাখা আমাদের সকলের কর্তব্য । সগুনার চরকুশাবাড়ী গ্রামের প্রায় প্রতিটি ঘরে ঘরে এখনো এই ঐতিহ্য ধরে রেখে নকশী কাথার কাজ করে থাকে গ্রামের নব বধু সহ প্রায় সকল নারীরা । এখানকার চাঁচকৈড় হাটে আপনি নকশী কাঁথা কিনতে পারবেন । হাটিকুমরুল বনপাড়া রোডে কাছিকাটা টোল প্লাজার নিকট কাছিকাটা বিশ্ব রোড আপনাকে নামতে হবে । এখান থেকে ১০ টাকা ভাড়া দিয়ে অনায়েশেই আপনি চাঁচকৈড় হাটে পৌঁছতে পারবেন । প্রয়োজনে আপনি এই কাঁথা কিনতে চাইলে ০১৭১০০৫৯১২৩ ও ০১৭৪২০২০৩৮৪ এই নাম্বারে যোগায়োগ করতে পারেন ।