আপোষ নামা
বাদী বিবাদী
মো: আলম মো: হাবব
পিতা মো: হবি মো: জাকির
গ্রাম: সবুজপাড়া গ্রাম: বিন্নাবাড়ী
তাড়াশ, সিরাজগঞ্জ তাড়াশ, সিরাজগঞ্জ
উল্লেখিত বাদী ও বিবাদীদের স্বাক্ষী প্রমানাদি গ্রহন করা হয় ।বাদী তাহার পক্ষে উপযুক্ত স্বাক্ষী প্রমানাদি হাজির করিয়াছেন । পক্ষান্তরে , বিবদী তাহার স্ব পক্ষে তেমন কোন প্রমানাদি দাখিল করিতে পারে নাই । বাদীর আর্জিতে বর্নিত ১০,০০০/= (দশ হাজার ) টাকা বিবদী লইয়াছে বলিয়া প্রত্যেক স্বাক্ষী একই কথা বলিয়াছেন ।ইহাতে প্রতিওমান হয় যে বিবদী সত্যই টাকা ছনতাই করিয়া লইয়াছে ।মর্মে জানা যায় ।এতদ সন্ধিক্ষনে আমি মো: আবু সাঈদ চেয়ারম্যান সগুনা ইউপি ও সভাপতি গ্রাম আদালত সগুনা ইউপি বাদী ও বিবদীর প্রতিনিধীগনের মধ্যে থেকে বাদী পক্ষের ২ জন ও বিবদী পক্ষের ১ জন মোট ৩ জন প্রতিনিধী ও আমি সহ চার জনের সবসম্মতিতে এই রায় ঘোষনা করিতেছি যে বিবদী সত্যই টাকা ছিনতাই করিয়াছেন ।
কাজেই মূল টাকা সহ ক্ষতিপূরন বাবদ সব মোট (১০,০০০+২৫০)টাকা প্রদান করিবার জন্য বিবদীকে নির্দেশ প্রদান করা হইল মর্মে বাদী কে বিবাদীর বিরুদ্ধে ডিগ্রি প্রদান করা হইল।
মো: আবু সাঈদ
চেয়ারম্যান
০৩ সগুনা ইউপি
সভাপতি , গ্রাম আদালত
সগুনা , তাড়াশ, সিরাজগঞ্জ
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস