Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

স্ট্যান্ডিং কমিটি

    ইউনিয়ন পরিষদের স্ট্যান্ডিং কমিটি সমূহ :

  ইউনিয়ন পরিষদের কর্মকান্ড সুষ্টূভাবে সম্পাদন এবং জনঅংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে ইউনিয়ন পরিষদে স্ট্যান্ডিং কমিটি ও অন্যান্য কমিটি গঠনের বিধান রয়েছে। নিম্নে ১৩ টি স্ট্যান্ডিং কমিটির নাম দেওয়া হল :

১.অর্থ ও সংস্থাপন ,

২. শিক্ষা ও গণশিক্ষা,

৩. স্বাস্থ্য,পরিবার পরিকল্পনা,মহামারী নিয়ন্ত্রণ,

৪. নিরীক্ষা ও হিসাব,

৫. কৃষি ও অন্যান্য উন্নয়নমূলক কাজ,

৬. সমাজকল্যাণ ও কমিউনিটি সেন্টার,

৭. কুটির শিল্প ও সমবায়,

৮. নারী ও শিশু কল্যাণ,

৯. মৎস ও পশু সম্পদ,

১০. পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপন,

১১. ইউনিয়ন পূর্ত কমিটি,

১২. আইন শৃঙ্খলা,

১৩. গ্রামীন পানি সরবরাহ ও পয়:নিস্কাশন ।

 

    এছাড়াও ইউনিয়ন পরিষদ প্রয়োজনে সমাজ উন্নয়ন কমিটি, নারী নির্যাতন নিরোধ কমিটি, চোরাচালান নিরোধ কমিটি সহ অন্যান্য কমিটি গঠন করতে পারবে ।