গ্রাম আদালতের বিচার যোগ্য ফৌজদারী মামলা সমুহ:
১। দন্ডবিধির ধারা ৩২৩ বা ৪২৬ বা ৪৪৭ মোতাবেক কোন অপরাধ সংঘটন করা, বে-আইনি জনসমাবেশ সাধারন উদ্দেশ্য হলে এবং উক্ত বে-আইনি জনসমাবেশে জরিত ব্যক্তির সংখ্যা ১০ এর অধিক না হলে দন্ডবিধির ১৪৩ ও ১৪৭ ধারা এর ৩য় বা ৪থ দয়ার সাথে পঠিতব্য ।
২। দন্ডবিধির ধারা ১৬০,৩৩৪,৩৪১,৩৪২,৩৫২,৩৫৮,৫০৪,৫০৬(প্রথম অংশ) ৫০৮,৫০৯ এবং ৫১০
৩। দন্ডবিধির ধারা ৩৭৯,৩৮০, ও ৩৮১ যখন সংঘটিত অপরাধটি গবাদিপশু সংক্রন্ত হয় এবং গবাদী পশুর মূল্য অনধিক২৫,০০০/=(পঁচিশ হাজার ) টাকা হয় ।
৪। দন্ড বিধির ধারা ৩৭৯,৩৮০, ও ৩৮১ যখন সংঘটিত অপরাধটি গবাদিপশু ছাড়া অন্য কোন সম্পতি সংক্রান্ত হয় এবং উক্ত স্পতির মূল্য অনধিক২৫,০০০/=(পঁচিশ হাজার ) টাকা হয় ।
৫। দন্ডবিধির ধারা ৪০৩,৪০৬,৪১৭ ও ৪২০ যখন অপরাধ সংশ্লিষ্ট অথের পরিমান মূল্য অনধিক২৫,০০০/=(পঁচিশ হাজার ) টাকা হয় ।
৬।দন্ড বিধির ধারা ৪২৭, যখন সংশ্লিষ্ট সম্পতির মূল্য অনধিক২৫,০০০/=(পঁচিশ হাজার ) টাকা হয় ।
৭। Cattie Tresspass Act , 1871 (Act No , I of 1871) এবং section 24, 26, 27;
৮। উপরিক্ত যে কোন অপরাধ সংঘটনের চেষ্টা বা তা সংঘটনের সহায়তা করা
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস