আমাদের সগুনা ইউনিয়নে তেমন কোন মাজার নেই বললেই চলে । তবে ২/১ জন আধ্যাত্বিক লোকের আবির্ভাব হয়েছে । তার মধ্যে-
১. পালন ফকির ও ২ . আয়নাল হক
পালন ফকিরের জন্ম ১৮৮৭ সালে তাড়াশ উপজেলার বিন্নাবাড়ী গ্রামে । তিনি লালন ফকিরের একজন ভক্ত ছিলেন । লালনের স্মৃতিবিজরিত কিছু গান গেয়ে মানুষের মনকে চাঙ্গা করবার চেষ্টা করেছেন । প্রতি বছর একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন । তিনি বেঁচে থাকতে কিছু সাধুর জন্ম দিয়েছেন । ১৯৯৫ সালে মৃত্যুবরণ করার পর তার ভক্তকুলেরা তার মৃত্য দিবসে একটি অনুষ্ঠানের আয়োজন করেন ।
২. আয়নাল হক সাধু বাবার জন্ম ১৯৫৮ সালে তাড়াশ উপজেলার চরকুশাবাড়ী গ্রামে । তিনি একজন আধ্যাত্বিক পীর বলে এলাকায় পরিচিত ছিলেন । তিনি ২০০৬ সালে মৃত্যু বরন করেন । এখানে একটি মাজার রয়েছে । তার ভক্তবৃন্দরা প্রতিবছর তার মৃত্যু দিবসে ওরশ পালন করে থাকেন ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস