Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
চলনবিলের সগুনা ইউনিয়নের কাটাবাড়ী-কুন্দইল এর মাঝামাঝি
স্থান
সগুনা ইউনিয়নের কাটাবাড়ী-কুন্দইল গ্রামের মাঝখানে ।
কিভাবে যাওয়া যায়
ধামাইচ বাজার থেকে যন্ত্রচালিত নৌকা নিয়ে কাটাবাড়ী গ্রাম থেকে কুন্দইল গ্রাম এর মাঝখানে একটি হিজল গাছ সহ চলনবিলের নানাবিধ প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যায় ।
বিস্তারিত

 প্রাচীন এই হিজল গাছ আজ থেকে ৪৫০ বছর পূর্বে জন্মেছে বলে লোক মুখে এটি প্রচলিত আছে । এখানে ২ টি গাছ ছিল । ৫ বছর পূর্বে একটি গাছ মারা যায় । চলনবিলে যত পানিই হোক না কেন এই গাছ পানিতে ডোবেনা । পানি বাড়লে গাছও বেড়ে যায় আবার পানি কমলে গাছও ছোট হয়ে যায় । গাছের ডালপালা কোনদিনই পানিতে ডোবেনা । লোক মুখে প্রচলন আছে এই গাছটি বেহুলার ণৌকা ডুবে দুই গোলইয়ের কোণা থেকে গাছ ২ টি জন্ম হয়েছিল ।